শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন
‘…আমি মাঝে মাঝে তাকে বলতাম, তুমি আশাপূর্ণার সিদ্ধ উত্তরসূরি। কিন্তু অবাক হয়েছি, তার গল্প বলার ধরন এবং চাল দেখে। গল্প বলার বা গল্পের ছক তৈরি করার আশ্চর্য ক্ষমতা ছিল তার। কিশোর-কিশোরীদের জন্যে সে লিখতে শুরু করে পরবর্তী কালে। এই নতুন ক্ষেত্রেও তার বিচরণ ছিল অনায়াস। তার সৃষ্ট গোয়েন্দা মিতিনমাসি ইতিমধ্যে অতীব জনপ্রিয়। এছাড়াও অজস্র ছোট গল্প আছে তার, আছে উপন্যাস এবং নাটক। এই ছড়িয়ে ছিটিয়ে থাকা রচনাগুলিকে এবার সমগ্র হিসেবে দুটি খণ্ডে সংকলিত করা হয়েছে। আমার বিশ্বাস, সুচিত্রার অন্যান্য রচনার মতোই এ দুটি খণ্ড পাঠকের সমাদর থেকে বঞ্চিত থাকবে না।’
দ্বিতীয় খণ্ডে অন্তর্ভুক্ত হয়েছে―
নাটক ১টি উপন্যাস ৩০টি ছোট গল্প ও ভ্রমণ।
– Aditi Sannigrahi (verified owner)
Good one