দশ বছরে ষোলোটি সদ্যোজাত শিশু উধাও। সন্দেহের তির গ্রামেরই এক মহিলার দিকে। তার পূর্বপুরুষের সঙ্গে জড়িয়ে আছে ডাইনির ইতিহাস। মেসিহা? নাকি শয়তান? কী যেন আছে মৌলির মধ্যে, ওকে ভীষণ চেনা লাগে সায়নের ঘর খুঁজে পাওয়া, একই সঙ্গে হারিয়ে যেতে চাওয়ার মতো ভরসামাখা একটা হাত।….
কিন্তু মৌলিও কি স্বাভাবিক? ও কি কিছু গোপন করছে সায়নের থেকে? পাঁচশো বছর আগে পুড়ে মরা ডাইনির স্বীকারোক্তিতে কীসের ইঙ্গিত? কোন আশঙ্কার মেঘ ঘনিয়ে আসছে গ্রামে? বীভৎস খুনগুলোর নেপথ্যে কি কোনও মানুষ না দানব? নাকি সমস্যার সমাধান আরো গভীরে ?….
সব প্রশ্ন হারিয়ে যায় ঘন কুয়াশায়। উত্তর হয়ে পড়ে থাকে কেবল কুয়াশার ফুল।
সায়ক আমানের কলমে হরর রোম্যান্স উপন্যাস ।
– Rishi
Awesome