Mahabharater Astadashi (Bengali) Hardcover – 2014 by Nrisinghaprasad Bhaduri (Author)
মহাভারতের প্রধান নারী চরিত্রগুলি মহাভারতের নিয়ে এই বই। দেবাভিসম্পাতে স্বর্গ থেকে পতন হল উর্বশীর, তিনি মর্ত্যের রাজা পুরুরবাকে বরণ করলেন। মহাভারত মহাকাব্যের সূচনা হল। শুধুমাত্র হস্তিনাপুরের রাজনীতি নয়। মহাভারতের বিশাল চালচিত্রে রয়েছে মুনি- ঋষি এবং তাঁদের পত্নীকুলের কথা। বহু বিচিত্র রাজা-মহারাজার কাহিনি। পুরুষের বীরগাথার পাশাপাশি আছে নারীকুলের প্রেম, ত্যাগ, ক্রোধ ও প্রতিহিংসার বিবরণ। আছে যন্ত্রণার ইতিকথা। ঘটনা যতই স্বয়ংসম্পূর্ণ হোক, কোনও না কোনও সূত্রে কাল তাকে টেনে নিয়ে গিয়েছে কুরু-ভরতবংশের সংশ্লিষ্ট কোথাও। কেউ খানিক দূরের, কেউ কাছের। কিন্তু গুরুত্বের বিচারে সকলেই উল্লেখ্য। দেবযানী আর শর্মিষ্ঠা, মাধবী বা লোপামুদ্রা, অম্বিকা, অম্বালিকা, কৃষ্ণপ্রিয়া সত্যভামা, কুন্তী-দ্রৌপদী-গান্ধারী-মাদ্রী প্রমুখ প্রত্যেকটি চরিত্রের বিশ্লেষণ মহাভারতের গভীর বিচিত্র দর্শনে এই গ্রন্থের পাঠককে সমৃদ্ধ করবে।
Reviews
There are no reviews yet.