মার্কস-এর দ্বিশততম জন্মবর্ষ উপলক্ষ্যে প্রকাশিত এই প্রবন্ধসংকলন তাঁর ভাবাদর্শকে একবিংশ শতকের আলোকে বিশ্লেষণ করার এক বিনম্র প্রয়াস। বারো জন বিশিষ্ট লেখক সাম্প্রতিক গবেষণার প্রেক্ষিতে মার্কস-এর তত্ত্বভাবনার বিভিন্ন দিক অনুসন্ধান করেছেন, নতুন করে বিশ্লেষণ করেছেন কিছু বিতর্কিত বিষয়ের। তার মধ্যে আছে তরুণ বনাম প্রবীণ মার্কস, সংস্কৃতি ও উপনিবেশবাদ, মার্কসবাদ বনাম উত্তরকাঠামোবাদ, ধর্ম ও রাষ্ট্র প্রসঙ্গে মার্কসের ভাবনা, শ্রেণি, মূল্যতত্ত্ব এবং ইতিহাস বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি। সোভিয়েত-উত্তর পৃথিবীতে মার্কসকে কীভাবে পাঠ করা হবে, সেই প্রশ্নও তোলা হয়েছে। সংকলনটির উদ্দেশ্য মার্কসবন্দনা বা মার্কসস্তুতি নয়; বরং মার্কসের চিন্তা আজকের বিশ্বায়িত পৃথিবীতে কী অর্থে প্রাসঙ্গিক, একাধারে কঠিন ও তর্কজটিল এই প্রশ্নের উত্তর খোঁজা। অন্য অনেক বিশিষ্ট মানুষের জন্মের শতবর্ষের তুলনায় মার্কস-এর জন্মের দ্বিশতবর্ষ কী অর্থে অনন্য তার কিছুটা হদিশ মিলবে এই প্রবন্ধগুলিতে। প্রবন্ধগুলির রচয়িতারা নিজেরা বিশেষজ্ঞ হলেও তাঁরা লিখেছেন প্রশ্নশীল বৃহত্তর সারস্বত সমাজের বৌদ্ধিক চাহিদার কথা খেয়াল রেখেই। স-তর্ক বাঙালি পাঠকের কাছে মার্কসীয় তত্ত্বচিন্তার আকর্ষণ আাজও অম্লান, এ কথা বলা বোধ হয় ভুল হবে না। সেই প্রয়োজনীয়তাকে মান্যতা দিয়েই আনন্দ-র এই নিবেদন।

লিখেছেন : পার্থ চট্টোপাধ্যায়, শৌভিক মুখোপাধ্যায়, রণবীর সমাদ্দার, অঞ্জন চক্রবর্তী, অনুপ ধর, সুদীপ্ত কবিরাজ, প্রদীপ বসু, অনুরাধা রায়, দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়, অচিন চক্রবর্তী, সৌরীন ভট্টাচার্য, শোভনলাল দত্তগুপ্ত।

সম্পাদনা : শোভনলাল দত্তগুপ্ত।

Weight 0.003 kg
Dimensions 21 × 18 × 2 cm
Author Name

Binding

Language

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “Marx 200 Ekusher Bhabna || Sobhanlal Dattagupta || মার্কস ২০০ একুশের ভাবনা || শোভনলাল দত্তগুপ্ত”

Your email address will not be published. Required fields are marked *

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now