মিলক গ্রহের মানুষ অদ্রীশ বর্ধনের লেখা প্রথম কল্পবিজ্ঞান উপন্যাস। এটি সরাসরি বই আকারে প্রকাশ পেয়েছিল ১৯৬৩ সালে জানুয়ারি মাসে অদ্রীশ বর্ধন প্রতিষ্ঠিত আলফা-বিটা পাবলিকেশন থেকে। পরে আবার ফ্যান্টাসটিক প্রকাশনা থেকে বইটি প্রকাশিত হয় ১৯৮৪ সালে। বাংলা কল্পবিজ্ঞানের আগ্রহী পাঠকদের জন্যে প্রায় ঊনচল্লিশ বছর পরে কল্পবিশ্ব পাবলিকেশন ফ্যান্টাসটিক প্রকাশনের সঙ্গে যৌথভাবে উপন্যাসটি পুনঃপ্রকাশের দায়িত্ব নিল। বইটিতে পুরোনো অলংকরণ এর সঙ্গে ‘আশ্চর্য!’ পত্রিকার পাতায় প্রকাশিত কিছু বিজ্ঞাপনও সংযুক্ত হইল।
আশা করি, কল্পবিশ্ব ও ফ্যান্টাসটিক এর যৌথ উদ্যোগে প্রকাশিত ‘কিশোর কাহিনি সিরিজ’ এর অন্তর্গত এই কল্পবিজ্ঞান উপন্যাসটি কল্পবিজ্ঞানের ইতিহাসের পাতায় যোগ্য সমাদর পাবে।
Reviews
There are no reviews yet.