দ্বৈতা সান্যাল! লালবাজার ডিডির গোয়েন্দা পুলিশ যার আত্মপ্রকাশ ঘটেছিল গতবছর বইমেলায় মেডিক্যাল থ্রিলার ‘মায়াজাতক’ এর মাধ্যমে। সেই দ্বৈতা সান্যাল এবার এক বহু প্রাচীন জমিদার বাড়িতে অতিথি হয়ে এসেছে। কিন্তু এখানে আসতেই তার মনে হয় বহুবছরের পুরোনো কোনো রহস্য এ বাড়ির অন্দরে চাপা আছে।তাঁর মৃত্যুতে কেন উন্মাদ হলো এ বাড়ির ছোট ছেলে? সেই একই সময়ে মিসিং হয়ে যায় এ বাড়ির মেয়ে রাঙা। তাঁর নাম এ বাড়িতে নেওয়া বারণ কেন? সে মধ্যরাতে পালিয়েছিল তাই? নাকি অন্য কোনো কারণ আছে? এইসব ঘটনা কি পরস্পর সংযুক্ত? এ বাড়িতে আছে একটা গুপ্তঘর। সেই গুপ্তঘরে যাওয়া কেন নিষেধ? এ বাড়িতে অনেক রহস্য। আর সব রহস্যের চাবিকাঠি এ বাড়ির প্রধান, বয়স্ক মহিলা তরুলতা দেবী। বারবার এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেন প্রায় রাতে। কাকে দেখেন তিনি? কোন পাপের বোঝা বয়ে বেড়াচ্ছেন বহু বছর ধরে সেই তরুলতা দেবী?কনকলতা, সদ্য বিয়ে হয়ে এসেছে এক জমিদার বাড়ির ছোটবউ হয়ে। কিন্তু কেন সবাই বলে তাঁকে নির্বাচন করা হয়েছে এক বিশেষ কাজের জন্য? কেন ছোট বউ হয়েও কনক হবে তাঁর শ্বশুরবাড়ির সর্বেসর্বা, বউরানি? কিন্তু বউরানি হতে হলে তাঁকে করতে হবে এক কঠিন সাধনা। কী সেই সাধনা? কেন একে একে আত্মহত্যা করছে কনকলতার খাস দাসীরা? তাঁদের মধ্যে এক অদ্ভুত মিল। মৃত্যুর কিছুদিন আগে তাঁরা কীসব উপাচার করেছিল। মৃত্যুর পূর্বে সরলাও করত এমন উপাচার। কনকলতাকে নাকি তাঁর শাশুড়ি ইন্দুমতীর মতো অনেকটা দেখতে। ইন্দুমতী ছিল এ বাড়ির লক্ষ্মী। কনকের পিসিশাশুড়ি বিধুমুখী আর তাঁর শ্বশুর বিভূতি বলেন ইন্দুমতী মারা যায়নি। সে আচমকা একদিন বিলীন হয়ে যায়। সে ফিরবে। ফিরবে কনকের এই সাধনা সম্পন্ন হলে। সবাই এসব বিশ্বাস করলেও এ বাড়ির বড় বউ সন্ধ্যামণি কেন যেন বিশ্বাস করতে পারে না সব। তাঁর রহস্য সন্ধানীমন কী যেন খুঁজতে থাকে। তাঁর এই কৌতূহল কি বিপদে ফেলবে তাকে? প্রিয়াঙ্কা দিল্লীর কলেজে পড়ে। হঠাৎ করে তাঁর মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। প্রায় দিন উপোস থাকে সে, প্রায় দিন কীসব পুজো অর্চনা করে ঘর বন্ধ করে। তাঁর বন্ধু শ্রী বারবার তাঁকে বোঝানোর চেষ্টা করে। সাইকোলজিস্টের কাছে নিয়ে যেতে চায় কিন্তু প্রিয়াঙ্কা তাঁকে অপমান করে বের করে দেয়। কী মিল সরলা, পুষ্প, বিমলা আর প্রিয়াঙ্কার মধ্যে? আরও কি কেউ আছে এই তালিকায়? দ্বৈতা রায়বাড়ির অতিথি হয়ে আসার পরই হঠাৎ খুন হয় এ বাড়ির ছোট ছেলে। মানসিক ভারসাম্যহীন এই লোকটার কে হতে পারে শত্রু? এই খুনের সূত্র ধরেই দ্বৈতা কি পৌঁছে যাবে সব রহস্যের মূলে? অসংখ্য প্রশ্ন। সব উত্তর কি পাবে দ্বৈতা?

You may also like…

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now
Mithhe Holeo Sotti || Amrita Konar || মিথ্যে হলেও সত্যি || অমৃতা কোনার
Original price was: ₹325.Current price is: ₹228.

In stock

Estimated delivery on 19 - 22 April, 2025