রবীন্দ্র গুহর উপন্যাস।
জীবিকার সন্ধানে রাজস্থানের শুখা খরা অঞ্চলের মানুষ সূরজমল এসে পৌঁছাল কলকাতায়। একটি ফ্লাইওভারের পতনের সঙ্গে সঙ্গেই পুলিশ, রাজনীতিক, ফুটপাথের দার্শনিক থেকে শুরু করে যাত্রাদলের বিগতযৌবনা চরিত্র— কলকাতার এক রহস্য থেকে অন্য কুহেলিকায় সফর করতে থাকে সূরজমল। তার চোখের সামনে এই শহরের একের পর এক পরত খুলে যেতে থাকে। বিনয় মজুমদার থেকে বারীন ঘোষাল— হাজির হতে থাকেন বর্ণময় চরিত্ররা। বাংলা, হিন্দি, উর্দুর মিশ্রণে রবীন্দ্র গুহ তাঁর নিজস্ব কথনরীতিতে এই উপন্যাসকে করে তুলেছেন প্রকৃত অর্থেই পেজ টার্নার।
Reviews
There are no reviews yet.