বাংলা শিশু-কিশোর সাহিত্যে পরিদাদু এ মুহূর্তে অত্যন্ত পরিচিত একটি নাম। শাওনকে সঙ্গে নিয়ে তাঁর রহস্য ও অ্যাডভেঞ্চার কাহিনিগুলি খুবই জনপ্রিয়। পূর্বে প্রকাশিত ‘পরিদাদুর অ্যাডভেঞ্চার সমগ্র’ গ্রন্থটি পাঠকের অকুণ্ঠ প্রশংসা লাভ করেছে। মুখ্যত পাঠকদের আগ্রহেই আমরা প্রকাশ করলাম পরিদাদুর কাহিনি নিয়ে এই দ্বিতীয় গ্রন্থটি। এই বইতে রইল পরিদাদু-শাওনের তিনটি দুর্দান্ত গল্প এবং দুটি পূর্ণাঙ্গ উপন্যাস। সেই গল্প উপন্যাসের মধ্যে পাঠক অ্যাডভেঞ্চারের স্বাদ তো পাবেনই, সঙ্গে রইল গা ছমছম রহস্য আর ইতিহাস।

জয়দীপ চক্রবর্তীর জন্ম ১৯৭৪ সালে, দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ রামনগর, কালীবাড়িতে। এখন তিনি বারুইপুরের স্থায়ী বাসিন্দা। বিগত শতকের নয়ের দশকের মাঝামাঝি সময় থেকেই বাংলা ভাষার অধিকাংশ অগ্রগণ্য পত্রিকার পাতাতেই তাঁর নিয়মিত উপস্থিতি। ছোট এবং বড় দুই ধরণের পাঠকের কাছেই সমান জনপ্রিয় জয়দীপ চক্রবর্তী নিজে ছোটদের জন্যে লিখতেই বেশি পছন্দ। করেন। বিভিন্ন সম্ভ্রান্ত প্রকাশন সংস্থা থেকে ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে লেখকের প্রায় চল্লিশটি গ্রন্থ। কবিতা ও গদ্যের জন্যে তিনি পেয়েছেন ‘কবিতা পাক্ষিক সম্মান’, দেবযান সাহিত্য পুরস্কার’, ‘সোহারাব হোসেন পুরস্কার’ এবং ‘অদ্রীশ বর্ধন স্মারক পুরস্কার’। লেখালেখি ছাড়া জয়দীপ পছন্দ করেন রবীন্দ্রগান এবং নিখাদ আড্ডা।

You may also like…

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now
Paridadur Aro Adventure | Jaydip Chakraborty || পরিদাদুর আরও অ্যাডভেঞ্চার | জয়দীপ চক্রবর্তী
Original price was: ₹275.Current price is: ₹206.

In stock

Estimated delivery on 30 April - 7 May, 2025