পোপোল ভূ-র অর্থ উপদেশ গ্রন্থ। গল্পচ্ছলে বর্ণিত। এটি মধ্য আমেরিকার মায়া জাতির বিশ্বসৃষ্টিপুরাণ।
সারা উত্তর-দক্ষিণ আমেরিকার জনসম্প্রদায়ের মধ্যে শুধুমাত্র মায়া সভ্যতার লিখন পদ্ধতি ছিল। ১৪৯২ সালে ক্রিস্টোফার কলম্বাসের ক্যারিবিয়ান সাগরদ্বীপ গমনের পরে, ১৫১৯ সাল থেকে ধর্মান্ধ স্প্যানিয়ার্ডরা অত্যাচার এবং গণহত্যা করে। আর নিজেদের অজান্তে ইয়োরেশিয়া-আফ্রিকা থেকে নিয়ে আসা বিভিন্ন রোগ সংক্রমণের ফলে দেড়শো বছরে ওদেশের ইমিউনিটিবিহীন মানুষদের ৯৫%-৯৮% শতাংশের মৃত্যু হয়। উপরন্তু, খ্রিস্টধর্ম প্রচারে জন্য স্প্যানিয়ার্ডরা মায়াদের সব পুথি, কাঠের দেবদেবীর প্রতিমা, ধর্ম এবং তীর্থস্থান পুড়িয়ে ধ্বংস করে। এবং যে সব পণ্ডিত এবং রাজরাজড়া লিখতে পড়তে জানতেন তাদের একত্রে বধ করে। যাতে মায়া জাতি ভবিষ্যতে তাদের ধর্ম এবং সাংস্কৃতিক ইতিহাস ভুলে খ্রিস্টান হয়ে যায়। ফলে মায়া সম্প্রদায় তাদের লেখন পদ্ধতি সম্পূর্ণভাবে ভুলে যান।
কিন্তু মায়াজাতি তাঁদের সব পুরাণ কাহিনি স্মরণে ধরে রাখেন। পরবর্তী যুগে, ১৬০০ শতাব্দীর শেষের দিকে, স্প্যানিয়ার্ড পাদ্রিরা লোকসেবার অঙ্গ হিসাবে মায়াদের রোমান লিপিতে মায়াভাষা লেখার শিক্ষা দেন। এতে মায়া পণ্ডিতরা তাঁদের পুরাণ কাহিনি নতুন লিপিতে লিখে, একজন পাদ্রি ফ্রানসিসকো শিমেনেজ (Francisco Ximenez)-কে পড়তে এবং অনুকৃতি করতে অনুমতি দেন ১৭০২ সালে। সেই পুথি – পোপোল ভূ-র বাংলা অনুবাদ এই গ্রন্থে।

You may also like…

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now
Popol Vuh : Mayajatir Biswasrishtipuran || Sayandeb Mukhopadhyay || পোপোল ভূ : মায়াজাতির বিশ্বসৃষ্টিপুরাণ || সায়নদেব মুখোপাধ্যায়
Original price was: ₹500.Current price is: ₹400.

Only 5 left in stock

Estimated delivery on 6 - 9 April, 2025