মুকুট আর মৌলির পরিচয় ফেসবুকে। দু’জনেই কবিতা ভালবাসে। তার মতে, পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা কালিম্পং। এখান থেকে সে কোথাও যাবে না। মুকুটের বিবাহিত দিদি নূপুর বাপের বাড়িতেই থাকে। তার স্বামী হিমাদ্রি সমকামী। নূপুর ফিরে আসায় মায়ের মনে রোজ অশান্তি। এদিকে তাপসের প্রতি নূপুরের তৃষ্ণা জমছে রোজ। পরিতোষদা মুকুট-সহ আরও কয়েকজন উৎসাহীকে নিয়ে জলাভূমি বোজানোর বিরুদ্ধে অরাজনৈতিক আন্দোলনে নামতে চায়। শুরু হয় সাধারণ মানুষকে সচেতন করার কাজ। কেউ কাউকে দেখেনি, কিন্তু প্রবল ভালবাসা গ্রাস করে দুজনকেই। মাঝেমাঝেই মুকুট কষ্ট পায় যখন মৌলি ফেসবুক থেকে হঠাৎ-হঠাৎ উধাও। সে তো জানে না, মৌলি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। মৌলির মা-বাবা সর্বস্ব দিয়ে চিকিৎসা করছে মেয়ের। সেরে উঠবে মৌলি? নুপুরেরই বা কী পরিণতি? ‘ঝিল বাঁচাও’ আন্দোলন সার্থক হবে আদৌ? শেষ পর্যন্ত মুকুটের কী হল? ‘প্রাণের পরে’ উপন্যাসে ভালবাসা অতল খাদের সামনে দাড়িয়ে চোখের জলে ভাসে।

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now