শুধু সমরেশ বসুর সাহিত্যজীবনের নয়, বাংলা সাহিত্যেরও এক নতুন বাঁক, ‘বিবর’ উপন্যাস থেকে। ‘বিবর’ তাই একদিকে বহুনিন্দিত, অন্যদিকে বহুবন্দিত রচনা। প্রয়াত সাহিত্যিক সস্তোষকুমার ঘোষের মতে, ‘বিবর’ বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ দশটি উপন্যাসের অন্যতম। পক্ষান্তরে, বহু পাঠক-সমালোচকের রায়, ‘বিবর’ নাকি অশ্লীল।
বলা বাহুল্য, এমন তীব্র পরস্পরবিরোধী মতামত একমাত্র সেই রচনাকে ঘিরেই আলোড়িত হতে পারে যা সর্ব-অর্থে নতুন ও বেগবান, প্রবল ও অপ্রতিরোধ্য। ‘বিবর’ বস্তুত তাই-ই। মানুষের অস্তিত্বের তীব্র সংকট নিয়ে, প্রচলিত মূল্যবোধের নিরাপদ আশ্রয় থেকে বেরিয়ে আসতে উন্মুখ এক প্রতিবাদী সত্তার পরিণতি নিয়ে সম্পূর্ণ আলাদা রকমের লেখা ‘বিবর’। সমসময় থেকে এগিয়ে গিয়ে লেখা বলেই চিরাচরিত মানদণ্ডে এ-উপন্যাসের বিচার অসম্ভব।
– Shuvankar Dey (verified owner)
বিতর্কিত