সরলা ও সন্ন্যাসী রঞ্জন বন্দোপাধ্যায়ের লেখা এক মন কেমনের উপাখ্যান।যার কেন্দ্রে আছেন রবি ঠাকুরের ভাগনি, দেবেন্দ্রনাথ ঠাকুরের নাতনি স্বর্ণ কুমারীদেবী ও জানকীনাথ ঘোষালের কন্যা সরলা ঘোষাল ও তাঁর প্রাণন ও প্রেরণা এক তরুণ সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। ঠাকুর পরিবারের মেয়ে হয়েও সরলা নিজের পায়ে দাঁড়ানোর জন্য চাকরি করলেন মহীশুরে। রবীন্দ্রনাথ ঠাকুরের হাত থেকে ভারতী পত্রিকার সম্পাদনার দায়িত্ব নিয়ে এগিয়ে চললেন নিজের মত ও আদর্শে।দ্রোহিণী হলেন রবি ঠাকুরের বিরুদ্ধে! এই সাহসী বর্ণময় বিপুল বিদুষী কে ডাক দিলেন বিবেকানন্দ তাঁর সঙ্গে আমেরিকা যেতে। আকাশ ভেঙে পড়ল ঠাকুর বাড়ির মাথায়!
তারপর? কারা পথ আগলে দাঁড়ালেন সরলার? বাধা দিলেন স্বয়ং রবীন্দ্রনাথ? অবিশ্বাস্য হলেও সত্য! বর্ণময় জীবনের নায়িকা সরলার করুণ জীবনই এই বইয়ের মূল উপজীব্য।
– Aditi Sannigrahi
Good one