রুদ্ধশ্বাস ক্রাইম থ্রিলার, তাও আবার মহাভারতের এক স্বল্পালোচিত আখ্যান নিয়ে।শহর কলকাতার অন্ধকার জগতের ‘মিতু’ কীভাবে মিলেমিশে যাচ্ছে দ্বাপর যুগের ধ্রুপদী মহাকাব্যের এক তেজস্বী অথচ অপমানিত চরিত্রের সঙ্গে?
কেন আত্মহত্যা করতে হচ্ছে মিতুকে? কীভাবে উন্মোচিত হচ্ছে নিম্নবিত্ত শহরের এক গা শিউরানো রূপ?
আছেন অবিসংবাদী ভীষ্ম, আছেন দ্রুপদ, আছেন শিখণ্ডী! বাংলায় কর্ণ হোক বা দ্রৌপদী, এমন বহু চরিত্র সম্মানিত হয়েছেন নানা দিকপাল সাহিত্যিকের কলমে। কিন্তু বঞ্চিত লাঞ্ছিত রাজকুমার শিখণ্ডী? সেই নজির নেই সেভাবে!
সম্ভবত প্রথমবার শিখণ্ডীকে নিয়ে আসছে একটি পূর্ণাঙ্গ উপন্যাস! বলতে বিন্দুমাত্র দ্বিধা নেই, ঐতিহাসিক নয়, গতানগতিক রহস্য বা ভৌতিক নয়, আমার একেবারে ছকভাঙ্গা কাজ এটি! মহাভারত যে কত উন্নতমানের থ্রিলার, তা নিজের মত করে লিখেছি এই উপন্যাসে। সম্পূর্ণ অন্য দৃষ্টিকোণ থেকে দেখতে চেয়েছি নানা ঘটনা, ঘাত প্রতিঘাতকে। রয়েছে হত্যা, রয়েছে বিশ্বাসঘাতকতা, রয়েছে প্রেম, রয়েছে শরীরী আশ্লেষ, রয়েছে বিস্ময়, রয়েছে পরতে পরতে তীব্র অনুভূতি!
রয়েছে তীব্র ঝাঁকুনি!
– drluvu
Good book
– Apratim Roy
Good toic