“আমি সমস্তই দেখিলাম, সমস্ত বুঝিলাম। যে গোপনেই আসিয়াছিল, তাহাকে গোপনেই যাইতে দিলাম। কিন্তু এই নির্জন নিশীথে তে যে অমার কতখানি আমার কাছে ফেলিয়া রাখিয়া গেল, তাহা কিছুই জানিতে পারিল না।”
“এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্তটাই পরিপূর্ণ সত্য। মিথ্যার অস্তিত্ব যদি কোথাও থাকে, তবে সে মনুষ্যের মন ছাড়া আর কোথাও না।”
শ্রী শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়-এর জন্ম ১ সেপ্টেম্বর ১৯৭৬ ছগাণ জেলা দেবানন্দপ্তার। কৈশোর ও গ্রামম যৌবন কাটে ভাগলপুর মাতুলালয়ে। ১৮৬৪ সালে প্রবেশিকা পরীক্ষা পাশ করেন। সাকদিসুত্রে দীর্ঘকাণ বেগুনে থাকার সময় সাহিত্যক্ষেত্রে আয়তকাশের সঙ্গে সঙ্গেই পাঠকসমাজে বাভূতপূর্ব ভূতপূর্ব সমাদর লাভ করেন। প্রথম মুদ্রিত রচনা মন্দির গল্পটির জন্য কৃতীন পুরস্কার লাভ করেন (১৩০৯ সাল)। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অপরারিণী বিশ্ববিদ্যাধর থেকে ডি লিট উপাধি পান। শরৎচয়ের সৃষ্টি ডুব দিয়েছে বাঙালির অনয় হয়লে। সুখে-দুঃখে মিলনে বিচ্ছেদে বিচিত্র সৃষ্টির পরিচয় করেছে অরি বচনায় ‘সর্বজনীন মনগ্রের এমন অভিব্য এমন প্রীতি তাঁর মতো যায় কোনায় লেখক পাননি। মৃক্ত ১৬ জানুয়ারি ১৯৩০।
Reviews
There are no reviews yet.