সুকুমার রায়ের নাটক বাংলাভাষী পাঠক ও দর্শকের কাছে চিরস্মরণীয়। ১৯৭৫-এ ‘সুকুমার সাহিত্যসমগ্র’র দ্বিতীয় খণ্ড প্রকাশের সময় ‘ঝালাপালা’ ‘লক্ষ্মণের শক্তিশেল’ নাটকের অন্তর্গত গানের স্বরলিপি সমেত তাঁর যাবতীয় নাটক তার অন্তর্ভুক্ত ছিল। তিন খণ্ডে সম্পূর্ণ বর্তমান জন্মশতবার্ষিকী সংস্করণে বড়দের জন্য লেখা তিনটি নাটক স্থানান্তরিত হয়েছে দ্বিতীয় থেকে তৃতীয় খণ্ডে, যা প্রধানত বয়স্কপাঠ্য রচনারই সংকলন। বর্তমান সংস্করণে পাণ্ডুলিপি বা প্রথম প্রকাশিত পাঠ অবলম্বনে পূর্ববর্তী সংস্করণের বহু রচনাই পরিমার্জিত হয়েছে। এ ছাড়া মনীষীদের জীবনকথা, জীবজন্তু বিষয়ে কৌতূহলোদ্দীপক রচনা, জ্ঞান-বিজ্ঞানের বহু নিবন্ধও এই খণ্ডের অন্তর্গত। আর আছে বালক সুকুমারের লেখা প্রথম দুটি কবিতা, তাঁর প্রথম গদ্যরচনা ও মহাভারতের অসমাপ্ত পদ্যানুবাদ।
– Aditi Sannigrahi
Classic