কোণার্ক, যা পৌরাণিক কাল হয়ে ইতিহাসের সরণি অতিক্রম করে আজকের তীর্থস্থলে পরিণত হয়েছে, এই কাহিনিতে বিধৃত হয়েছে কোণার্ক-এর সেই জন্মপর্ব। উপন্যাসটি নায়িকাকেন্দ্রিক। একজন নয়, একাধিক নায়িকা রয়েছেন। তাঁরা সূর্য বিনোদিনী! জীবনের বিভিন্ন পর্যায়ে নিজেদের উৎসর্গ করে দিয়েছিলেন সূর্যদেবের পায়ে। কীভাবে?…
সেই ঘটনার ঘনঘটায় আলোড়িত রোমাঞ্চকর ইতিহাসই ধরা রইল গল্পের কাহিনির আধারে, দুই মলাটের মাঝে এবং আপনার হাতে ।
– koustavdeb390 (verified owner)
Go for it, if you want to know the hidden stories behind the Konark temple. Nice work by the author.