সেঞ্চুরীয়ান পার্কের ৫ম টেস্টের (১৪ই থেকে ১৮ই জানুয়ারি, ২০০০) প্রথম দিনে ৪৫ ওভার খেলার পরে যখন দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলেছে, তখন মাঠে নেমে এল প্রবল বৃষ্টি। প্রথম দিনের বাকি খেলা তো বটেই, পরের তিনদিন কোন খেলাই সম্ভব হল না। শুধু একদিনের খেলা বাকি আর ৩৪টা উইকেট রয়েছে, সেক্ষেত্রে তো ড্র ছাড়া আর কিছুই সম্ভব নয়।
অথচ সবার চিন্তাকে ব্যর্থ করে দিয়ে জিতল এক জুয়াড়ী। বিশ্ব টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন একটি ঘটনা ঘটল – যা আগে কখনো ঘটেনি, ভবিষ্যতেও ঘটবে না। কে সেই জুয়াড়ী? কিভাবে দুটো প্রথম সারির অতগুলো টেস্ট খেলোয়াড়কে ম্যানেজ করতে পেরেছিল সে?
জানতে হলে পড়ুন “ তৃতীয় রিপু- ক্রিকেটীয় কিন্তু ক্রিকেট নয়” ।
প্রায় অধিকাংশ ক্রিকেট ম্যাচই বিগত কয়েক দশক ধরে ফিক্সড হয় – মানবেন? ভাবছেন পাগলের প্রলাপ? কিন্তু, বিশ্বাস করুন , অংকের শুষ্ক হিসেব তেমনই বলে । একেবারে হেসে ছুঁড়ে ফেলে দেবার আগে এই হিসেবের ক্রেডেনশিয়ালটাও একটু দেখে নেবেন স্যার/ ম্যাডামেরা !
আই আই টি- র এক প্রাক্তনী এবং ক্রিকেট বা ক্রিকেট জুয়ার এক মনোযোগী ছাত্র, একটি গাণিতিক বা সংখ্যাতাত্ত্বিক মডেল তৈরী করেছেন , শুধু মাত্র সেশন বেটিং-কে নিয়ে (কারণ, যেহেতু, সেশন বেটিং- এ দর সর্বদা ১:১ হতেই হবে – মানে হয় আপনি পুরো হারবেন অথবা আপনি সমপরিমাণ টাকা জিতবেন , তাই সংখ্যাতত্ত্বে ফেলে, এই মডেল করা সম্ভব হয়েছে)। আর, সেই মডেল অনুযায়ী আমার –আপনার হিরোরা প্রায়শই “ স্ক্রিপ্ট” মেনে খেলছে বা খেলার অভিনয় করছে। ঠিক কি সেই মডেল , যা আপনাকে ভাবাবেই ভাবাবে- পরের ম্যাচের লাইভ টিভিতে দেখার আগে – আপনি আসলে “তৃতীয় রিপু”- র খেলা দেখছেন না তো ?
সেই চোখ- খুলে দেওয়া হিসেব বুঝে নিতে , পড়ে নিন বাংলায় সম্ভবত প্রথম এমন একটি বই – “ তৃতীয় রিপু- ক্রিকেটীয় কিন্তু ক্রিকেট নয়” ।
Reviews
There are no reviews yet.