১৯৪২ সালের ২৫ মার্চ ‘আজাদ হিন্দ রেডিও’ থেকে ভারতবাসীর কাছে ভেসে এল এক তেজোদীপ্ত কণ্ঠস্বর- ‘আমি সুভাষ বলছি…. দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে টালমাটাল অবস্থা ইংরেজ শাসিত ভারতবর্ষের। এই সময় বিদেশ থেকে নেতাজী আজাদ হিন্দ রেডিও মারফত বিশ্বযুদ্ধকালীন অবস্থার বিশ্লেষণ এবং এই পরিস্থিতিতে কংগ্রেস নেতৃবৃন্দের কী করণীয় তার সঠিক নির্দেশ পাঠাতে থাকলেন। সেই সঙ্গে ভারতবাসীর কাছে আজাদ হিন্দ সেনাবাহিনীর লড়াইয়ের বার্তা পৌঁছে দিতে থাকলেন | আজাদ হিন্দ রেডিও মারফত রণাঙ্গন থেকে প্রেরিত নেতাজীর সেইসব ঐতিহাসিক বক্তৃতা ও নির্দেশনামা ইতিহাস-প্রিয় পাঠকদের জন্য গ্রন্থবদ্ধ করা হল।
Reviews
There are no reviews yet.