জয় জয়ন্তীর এবারের অভিযান যক্ষপুরীতে। এই যক্ষপুরী কিন্তু কাল্পনিক নয়। কচ্ছ প্রদেশের মাতানোমঢ় ও নক্ষত্রাণার আশপাশে মরুগিরি প্রান্তরে। এঁদের অনেক নিদর্শন আজও এখানে দেখতে পাওয়া যায়। দেব দানব যক্ষ রক্ষ গন্ধর্ব কিন্নরদের মধ্যে একমাত্র গন্ধর্ব ও কিন্নররা আজও অস্তিত্ব বজায় রেখেছেন মানা গ্রাম ও কিন্নরদেশে। তবে যক্ষরা একেবারেই বিলুপ্ত হয়ে গেছেন।
যক্ষরা ‘যক’ নামেও অভিহিত। ‘যক’ এঁদের দেবতা। এঁরা ছিলেন অত্যন্ত হিতকারী, পরোপকারী, সৎ ও সজ্জন প্রকৃতির। সেজন্য আগেকার দিনের বিত্তবান ব্যক্তিরা কু-সংস্কারবশত পঞ্চম অথবা নবম বর্ষীয় কোনো বালককে হোম যাগ- যজ্ঞের মাধ্যমে গুমঘরে পাঠিয়ে দিতেন যাতে সে মৃত্যুর পরে ‘যক’ হয়ে সেই ধনরত্ন পাহারা দেয় এবং পরবর্তীকালে আসল উত্তরাধিকারীর হাতে তা সমর্পণ করে। কেননা ‘যক’রা বিশ্বাসভঙ্গ করেন না।
সেই ‘যক’ বা যক্ষভূমি আজও রহস্যময়। তাকেই কেন্দ্র করে এই কাহিনীর বিন্যাস।
Reviews
There are no reviews yet.