ভাস্কর বসুর জন্ম কলকাতায়, বেড়ে ওঠা দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর-সোনারপুর অঞ্চলে। ১৯৮৩ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পাশ করে কর্মসূত্রে বেঙ্গালুরুতে। শখের মধ্যে অল্প-বিস্তর বাংলায় লেখা। অল্প কিছু লেখা রবিবাসরীয় আনন্দবাজার, উনিশ-কুড়ি, নির্ণয়, দেশ ইত্যাদি পত্রিকায় এবং বিভিন্ন ওয়েব ম্যাগাজিন— সৃষ্টি, অবসর, অন্যদেশ, পরবাস ইত্যাদিতে প্রকাশিত। বর্তমানে ‘অবসর’ ওয়েব ম্যাগাজিনের প্রধান সম্পাদক।
এই সংকলনের মূল উদ্দেশ্য বাংলা ভাষার কিছু রত্নের সন্ধান দেওয়া, ‘একা’-র ভালোলাগা আরও ‘কয়েকজন’ পাঠকের মধ্যে ছড়িয়ে দেওয়া। দ্বিতীয় উদ্দেশ্য সেই উজ্জ্বল, ক্ষীণকায় স্রোতে সামান্য জলদান। লক্ষ করলে দেখা যাবে, এই প্রবন্ধগুলি সবকটিই লেখা হয়েছে সাহিত্যপ্রেমীর দৃষ্টিভঙ্গি থেকে। মূল লেখাতে বেশ কিছু আরও উচ্চমানের লেখার প্রতিও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মূল লেখা ও সেই সম্পর্কিত আলোচনাগুলির প্রতি সামান্য আলোকপাত হলেই এই সংকলন সার্থক।
Reviews
There are no reviews yet