অমলেশ মিশ্র
প্রাতঃস্মরণীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-এর জীবনী অনেকেই রচনা করেছেন। সেগুলি সবই উপযুক্ত ব্যক্তি উপযুক্ত ভাবেই করেছেন। তথাপি বিদ্যাসাগরের দ্বিশতবার্ষিক জন্মসাল (১৮২০-২০১৯) স্মরণ করে এই পুস্তক প্রণয়নের সাহস সঞ্চয় করেছি।
আমার স্বল্প জ্ঞান-বুদ্ধি ও পড়াশোনার ভিত্তিতে, মনে হয়েছে বিদ্যাসাগর-এর মত মানুষ তাঁর আগেও সারা বিশ্বে কেউ জন্মগ্রহণ করেন নি এবং আজও তেমন কারুর সন্ধান পাওয়া যায় না।
সারা বিশ্বে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আক্ষরিক অর্থেই অনন্য এবং অদ্বিতীয়। এই পুস্তক রচনার ক্ষেত্রে কাঁথি প্রভাত কুমার কলেজের গ্রন্থাগারিক শ্রী দেবাশীষ বেরার কাছে আমি ঋণী ও কৃতজ্ঞ তাঁদের প্রত্যক্ষ সাহায্য ও সহযোগিতা ব্যতিরেকে এই কাজ সম্পন্ন করা যেত না। অন্যান্য বইর ক্ষেত্রে আমি যেমন আমাদের পরিবারের সকলের সাহায্য পেয়েছি, এই ক্ষেত্রেও তার ব্যতয় হয়নি।
পাঠকরা এই পুস্তকটি গ্রহণ করলে কৃতার্থ হব।
Reviews
There are no reviews yet