এইসব গল্পগুলোতে তিনি ছড়িয়ে দিয়েছেন মানুষের হৃৎপিণ্ডের অস্ফুট বার্তা। সময়ের প্রগাঢ় প্রেক্ষাপটে চরিত্রদের বিপন্ন অবয়ব চারপাশের কলরবের ভিতরে জেগে থাকে ছায়াপিণ্ডের মতো। শব্দের অলিন্দে অলিন্দে বেহালার ছড়ের আওয়াজের মতো ভেসে থাকে তাদের গোপন যন্ত্রণার তীব্র মূর্ছনা। তবু উপরি-বাস্তব পেরিয়ে এইসব কাহিনিরা শেষপর্যন্ত পৌঁছে যায় এক অচেনা জান-প্রান্তরে। যেন এক অলৌকিক ঘ্রাণ মেখে তারা সব পার্থিব বিষণ্ণতা পেরিয়ে যাবার খোঁজ পেয়ে যায় কোনো এক গোধূলি- সন্ধ্যার সন্ধিক্ষণে।
মানুষই তাঁর কাহিনির ভরকেন্দ্র। প্রান্তিক মানুষেরাই ইদানিং যেন বেশি ভিড় করে আসছে তাঁর গল্পগুলোতে। সেইসব মানুষের জীবনের আলো-অন্ধকার, চরিত্রের নিহিত টানাপোড়েন, মনের সুড়ঙ্গের আবছা অলিগলিকে নিবিড় মমত্বে তিনি স্কেচ করেছেন এইসব গাথায়। কখনও আধুনিক কেতাদুরস্ত মানুষও তাদের সমস্ত ক্রাইসিস নিয়ে উঠে এসেছে কোনো কাহিনিতে। এইভাবে উন্মুক্ত হয়ে পড়ছে জীবনের কৌণিক ইশারা কিংবা সমাজের বিপন্ন চত্বর। কখনও অলৌকিক সংকেত বা জাদু হাতছানিতে প্রসারিত হয়ে যায় এইসব গল্পের বাস্তবতা। এই নতুন বাস্তবতার ভেতর থেকে উদ্ভাসিত হয়ে ওঠে কোনো গহন সত্য। শেষপর্যন্ত নির্মিত হতে থাকে মানুষের আত্মার বিপর্যস্ত ও মর্মস্পর্শী দলিল।
Reviews
There are no reviews yet