প্রতিমানাটকমের যে রাম সিংহাসনে অভিষিক্ত না হওয়াতেও একই রকম সুধার এবং অচল, সেই রামই কেন রাক্ষসবধকে সীতাহরণের আগে থেকেই ব্রত করে তুললেন, এ কথা জানার প্রয়োজন বোধ হয়েছিল। রূপককারদের হাতে এই রূপারোপ রামকে আদর্শ পুত্র, ভ্রাতা ইত্যাদি থেকে সরিয়ে নিয়ে কঠিন ও উগ্র ধর্মযোদ্ধা, পতি এবং রাজা করেছে কালে কালে। সে ইতিহাসকালকে, সে বিবর্তনকে জানার এ ক্ষুদ্র প্রচেষ্টা।

 

সংস্কৃত সাহিত্যে রামচরিত্র বিপুল প্রভাব ফেলেছে, যেমন অন্যান্য ভারতীয় ভাষাতেও। তার মধ্যে সংস্কৃত রূপকে রামকে কেন্দ্র করে অত্যন্ত শক্তিশালী রূপককারেরা তাঁদের সক্ষমতা দেখিয়েছেন। কিন্তু সে রাম, কোন রাম, কেমন রাম? বাল্মিকীর রামায়ণ বলে যা প্রচলিত সেই রামচরিত্রকেই তাঁরা নিপূণভাবে তুলে এনেছেন? অথবা পরিবর্তন ঘটিয়েছেন সেই রামচরিত্রের? এই ছিল। অনুসন্ধানের একটি দিক।

‘প্রতিমানাটকম’, যা ভাসের রূপক বলে পরিচিত, তার পাশাপাশি ভবভূতির ‘মহাবীরচরিতম’-কে কেন্দ্রে রেখে আমাদের এই পরিকল্পনা ছিল। এই পরিকল্পনার অন্তর্গত ছিল আর-একটি অনুসন্ধান। বাল্মিকীর রামায়ণ, অন্যান্য ভাষার রামায়ণসমূহ থেকে স্থানিক-কালিক বিবর্তনের মধ্যে দিয়ে রাম কবে এবং কেমন করে ধর্মযোদ্ধা রাম হয়ে উঠলেন। কার হাতে ও কী প্রয়োজনে এই বিবর্তন তা জানাও ভারতের আজকের রাজনৈতিক পরিস্থিতিতে প্রয়োজনীয় কাজ বলে মনে হয়।

DHARMAYODDHA RAM || SUDDHASATYA GHOSH
Original price was: ₹350.Current price is: ₹280.

Only 3 left in stock

Estimated delivery on 14 - 17 April, 2025