কার্গো শিপ এম ভি পোরবন্দর আজ রাতেই দুবাই পোর্ট ছেড়ে পাড়ি দেবে আরব সাগরের সবচেয়ে ভয়ঙ্কর অঞ্চল। প্রতি মুহূর্তে বিপদের সম্ভাবনা। দুর্ভাগ্য, ক্যাপ্টেন জগদীশ নাম্বা তার মধ্যেই জড়িয়ে পড়লেন এক অপ্রত্যাশিত ঝামেলায়। এরপর শুধু তিনিই নয়, একসময় দুশ্চিন্তায় কাঠ জাহাজের প্রতিটি ক্রু। রুদ্ধশ্বাস পাঠকও। তারপর ? কিশোর সাহিত্য রহস্য-রোমাঞ্চ গল্পের স্থান যদিও প্রথম সারিতে, তবু সঠিক সময়ে একটি সঠিক মোচড় সেই গল্পকে যে অন্য মাত্রায় পৌঁছে দিতে পারে, গ্রন্থের গল্পগুলি তার প্রকৃষ্ট উদাহরণ। যেমন, ডুয়ার্সের কুখ্যাত পোচার টেনিয়াকে ধরার জন্য পুলিশ যখন হিমশিম, চমকপ্রদ এক ব্যাপার ঘটে যায় তখনই। চমকে ওঠেন পাঠকও। অথবা নাগাপাহাড়ের জঙ্গলে কমান্ডো বাহিনীর রুদ্ধশ্বাস অভিযান । প্রতি মুহূর্তে উত্তেজনা আর সবশেষে কিছু রহস্য। আবার ঘেবর সিং গল্পের শেষেও থম হয়ে যায়। পাঠক। শুধু বিস্ময় নয়, কিছু অন্য অনুভূতিও।
সব মিলিয়ে বিশিষ্ট লেখক শিশির বিশ্বাসের ‘আরব সাগরে আতঙ্ক গ্রন্থের গল্পগুলি পাঠককে পৌঁছে দেবে রহস্য-রোমাঞ্চ আর কৌতূহলে ভরপর ডাক অন্য জগতে।
Reviews
There are no reviews yet.