১৯৫৫ সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হয় ভূমি সংস্কার আইন। তারই এক গুরুত্বপূর্ণ অধ্যায় হল বর্গাদারের নাম নথিভুক্তকরণ।
১৯৭৭-এ পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে বামফ্রন্ট সরকার। পরের বছর অর্থাৎ ১৯৭৮-এ বামফ্রন্ট সরকার জারি করে ‘অপারেশন বর্গা’ নামে একটি সার্কুলার, যার মাধ্যমে বর্গা নথিভুক্ত করার জন্য একটি পদ্ধতিগত নির্দেশিকা জারি করা হয়। আইনের জটিল এবং দীর্ঘমেয়াদি স্তরে গতি আনবার জন্য বিভাগীয় আধিকারিকদের গ্রামে গ্রামে গিয়ে বর্গাদারদের সঙ্গে বসে মিটিং করে, প্রচার চালিয়ে, সার্ভে করে তাদের নাম রেকর্ড করবার জন্য এই নির্দেশিকা জারি করা হয়।
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র অনিকেত ১৯৮০ সালে ভূমি সংস্কার দপ্তরে কানুনগোর পদে যোগদান করে। ট্রেনিং শেষে জয়েন করতেই অনিকেত গিয়ে পড়ে অপারেশন বর্গা কর্মসূচির জ্বলন্ত আগুনের মধ্যে এবং জানতে পারে এই অপারেশন বর্গার আদেশনামাটি মহামান্য কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই ‘ইগনোর’ করবার আদেশ দিয়েছে। একদিকে শক্তিশালী জোতদার এবং তার সশস্ত্র বাহিনী, অন্যদিকে হতদরিদ্র অর্ধনগ্ন বর্গাদারের দল-এই অবস্থায় তাকে ভূমি সংস্কার, বিশেষ করে, অপারেশন বর্গা নিয়ে বিভ্রান্তিকর অবস্থার মধ্যে এই সমস্যাদীর্ণ কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। মাঝখানে রয়েছে থানা-পুলিশ, আইন-আদালতের নানা জটিল বেড়াজাল। একের পর এক বর্গাদার হত্যা বিমর্ষ করে ফেলে তাকে, সঙ্গে যুক্ত হয় ওপরওয়ালার হুমকি। এই দুইয়ের দ্বন্দ্বে এগিয়ে চলেছে এই উপন্যাস-যা একে করে তুলেছে একটি ঐতিহাসিক দলিল।

You may also like…

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now
Bargakhetro || Nirmalya Kumar Mukhopadhyay || বর্গাক্ষেত্র || নির্মাল্যকুমার মুখোপাধ্যায়
Original price was: ₹425.Current price is: ₹340.

Only 5 left in stock

Estimated delivery on 9 - 12 April, 2025