‘আরণ্যক’-এর কাহিনী সরল ও জটিলতাবর্জিত। নায়ক সত্যচরণ ভাগলপুরের কোনো জমিদারী এস্টেটে চাকরি পেয়ে ম্যানেজার হিসেবে সেখানে গিয়েছে।
প্রাথমিকভাবে তার নাগরিক মন এই নির্জন অরণ্যপ্রবাসের বিরুদ্ধে বিদ্রোহ করলেও একটু একটু করে প্রকৃতি তার সম্মোহনকারী প্রভাব বিস্তার করেছে সত্যচবণের ওপরে। ক্রমে তার আর অরণ্যের থেকে সামান্য বিচ্ছেদও সহ্য হয় না।
সত্যচরণ এবং তার মনোধর্মের উপযুক্ত সৌন্দর্যপূজারী সঙ্গী যুগলপ্রসাদ মিলে বন্যপ্রকৃতিকে সজ্জিত করেছে নানা দুষ্প্রাপ্য লতা ও বৃক্ষ রোপণ করে।
কিন্তু সত্যচরণ জমিদারীর ম্যানেজার-নিজের ইচ্ছার বিরুদ্ধেই তাকে প্রকৃতিদেবীর সহস্তে গঠিত এই উদ্যান টুকরো টুকরো করে প্রজাবিলি করে দিতে হচ্ছে। তাদের কুঠারের ফলায় ধ্বংস হয়ে যাচ্ছে প্রাচীন মহীরুহ, নিভৃত লতাবিতান।
এর জন্য গভীর অনুতাপ ও শোকের মধ্যে দিয়ে উপন্যাসের সমাপ্তি।
মানুষ ও প্রকৃতির এমন নিবিড় সম্পর্কের আখ্যান-‘আরণ্যক’।
Reviews
There are no reviews yet