কোনো অপরাধের ঘটনা যখন ঘটে, তখন সেটি কে ঘটিয়েছে সেই প্রশ্নের পাশাপাশি সে কেন ঘটিয়েছে, সেই প্রশ্নও হয়ে ওঠে সমান গুরুত্বপূর্ণ।
অপরাধের তদন্ত একজন তদন্তকারীকে নিয়ে চলে নানা কানাগলির মধ্য দিয়ে। সেই কানাগলি ধরে যেতে যেতেই তাকে বা তাদেরকে খুঁজে নিতে হয় যাবতীয় প্রশ্নের উত্তর। সে কাজে সফল না হলে তদন্ত থেমে যায় এক জায়গায়।
কিন্তু প্রশ্ন কি কেবল অপরাধের ঘটনাতেই থাকে? স্বাভাবিক জীবনেও অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে যায়, বা এমন কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয় মানুষ, যা তার যুক্তি, বুদ্ধি বা বোধ ঠিক মেনে নিতে পারে না। অবিশ্বাস্য কোনো ঘটনা মানুষের মনে প্রশ্ন জাগায়, এমনটা কেন ঘটল, কী করে ঘটল? যা ঘটেছে, তাকে সে অস্বীকারও করতে পারে না, আবার মন থেকে ঠিক মেনেও নিতে পারে না, সত্যিই এমনটা ঘটেছে। মনের মধ্যে মাথা তুলতে থাকা প্রশ্নগুলোর কোনো সদুত্তর সে পায় না, কেবল হাতড়ে বেড়ায়।
Reviews
There are no reviews yet