ভূত অর্থাৎ অতীত, যা একাধারে ভয়ের, বিস্ময়ের। তবে, ইদানিং অকারণ তন্ত্র-মন্ত্র ও রকমারি ভূতের দাপাদাপিতে একপ্রকার অতিষ্টই হয়ে উঠেছে আমাদের চিরাচরিত ভয়ের চরিত্ররা। অস্তিত্ব রক্ষার লড়াইয়ে তারা আবেদন জানাচ্ছে, যাতে এই অসম লড়াইয়ে আমরা তাদেরও টিকিয়ে রাখি। প্রাণ ভ’রে শ্বাস টেনে এই দুনিয়ায় বেঁচে থুড়ি, টিকে থাকতে চায় তারাও। এমনকি, মাঝেমধ্যে তাঁরা চিৎকার করে বলে ওঠে,— ভয়ের সঞ্চার ঘটাতে এখনও নাকি তাঁদের জুড়ি মেলা ভার।
এখানে ধরা রইল এমনই হারিয়ে যাওয়া একগুচ্ছ চিরাচরিত ভৌতিক চরিত্রের মূল রূপ, কথন, এমনকি পুঙ্খানুপুঙ্খ বৈশিষ্ট্যও। এই ঘরানায় এতটা বিস্তৃতভাবে এই প্রথমবার ফিকশন ও নন-ফিকশন লেখ্য ধরা রইল একটাই গ্রন্থে। যেখানে, প্রত্যেকটি চরিত্রের গবেষণালব্ধ তথ্য ও সেই চরিত্রের ওপর নির্মিত একটি করে ফিকশন কাহিনী রাখা হল। বর্তমান বাংলা ভাষার হরর খ্যাত লেখকদের লেখা এরকমই একগুচ্ছ চিরাচরিত ভৌতিক চরিত্রনামার মেলবন্ধনই হল— ‘যা ভূতীয়’ সংকলন, কিছু গল্প, যা এড়িয়ে যাওয়াই ভালো।
Reviews
There are no reviews yet