টুটুল মুখার্জী
মোহনবাগান নামটি বিশ্বের আপামর ভারতীয়দের কাছে অত্যন্ত গৌরবময় একটি প্রতিষ্ঠানের নাম। ১৯১১ সালে বিদেশের খবরের কাগজগুলোতে মোহনবাগানের শীল্ড জয় নিয়ে সবিস্তার লেখা প্রকাশিত হয়েছিল। ফাইনাল সমেত তিনটি খেলায় তারা শক্তিশালী তিনটি ব্রিটিশ সেনা দলকে হারিয়েছিল। ভাবা যায় সেই যুগে যখন ভারতীয় ফুটবলের হাতেখড়ি হয়েছিল, যখন ফুটবলের আইন কানুন তেমন পোক্ত ছিল না, ছিল না ফুটবল খেলার কোন আধুনিক সাজসরঞ্জাম, সেই সময় সবদিক থেকে পিছিয়ে থাকা ভারতীয় ফুটবলকে শুধু মাত্র তীব্র জেদ, ক্ষুরধার বুদ্ধি আর অদম্য সাহসের ওপর ভিত্তি করে মোহনাবাগানের এগারো জন ফুটবলার আই এফ এ শীল্ড জয়ের মাধ্যমে সারা বিশ্বের কাছে নিজেদের গৌরবময় উপস্থিতির প্রমাণ দিয়েছিল। ওই ঘটনা দেশের মানুষের মনের পরাধীনতার জ্বালা জুড়িয়ে স্বাধীনতার আকাঙ্খাকে আরও তীব্র করে তুলেছিল। মোহনবাগানের গৌরবময় অতীতকে ফিফা পর্যন্ত স্বীকৃতি দিয়েছে। ওই ঘটনাকে স্মরণ করেই প্রতি বছর মোহনাবাগান দিবস পালন করা হয়
২৯শে জুলাই তারিখে।
স্বাধীনতার সেই গৌরবময় অতীতকে স্মরণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। জয় মোহনবাগান।
Reviews
There are no reviews yet