কেবল কথায় তাকে ধরা যায় না, আরো কিছু লাগে। এই যে দিন রাত বয়ে চলা ছায়াছবি, একটা খোলা ছাতার মত তাকে আগলে বসে জীবন। সুখ-দুঃখ-মায়া-মহাব্বত আর দিগন্তে দাঁড়িয়ে থাকা অপার বিস্ময়, এইসব মিলেমিশে তাকে ধরতে চাওয়ার আকুতি ফুটে ওঠে কথায়, কবিতায়। আয়নার শহরে একা একা ঘোরা বড়োই ক্লান্তিকর। চারিদিকে শুধু নিজেরই প্রতিবিম্ব হাঁটে, দাঁড়ায়, কাঁদে আর ঘাড় কাৎ করে তাকায় দূরে। তবু রূপকথার ভাত-মাখা-পাত হাতে নিয়ে বসে থাকে আজও বৃদ্ধা পিতামহী। স্বাদে গন্ধে আদরে জীবনের পথ সহজ হয়। এ বাড়ি থেকে ও বাড়ি, এ জীবন থেকে অন্য জীবনে হাঁটার গল্প এই —”বাউন্ডুলের তীর্থযাত্রা”। আলো-অন্ধকারে দাঁড় টানার শব্দেরা জমে, বড়ো হয় কবিতারা…
Reviews
There are no reviews yet