জন্ম ১৯৪৭। আজন্ম কলকাতাবাসী। চাকরিবাকরির ধার ধারেননি কোনোদিন। ছাত্রাবস্থা থেকেই বাম রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত। শিল্প সাহিত্য আড্ডায় প্রবল উৎসাহ। আটের দশকে চলচ্চিত্র শিল্পকে পেশা হিসেবে গ্রহণ। প্রথম কাহিনি নির্মাণ ‘একটি জীবন’ এবং তার জন্যে জাতীয় পুরস্কার ‘স্বর্ণকমল’ প্রাপ্তি। দ্বিতীয় ছবি ‘যতনের জমি’র জন্যেও জাতীয় পুরস্কার ‘স্বর্ণকমল’ প্রাপ্তি। এছাড়া তথ্যচিত্র নির্মাণেও চারবার জাতীয় পুরস্কার ‘রৌপ্যকমল’ পেয়েছেন। বহুবার বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট এসোসিয়েশন (BFJA) পুরস্কারে সম্মানিত। দেশে এবং বিদেশে কান, মানহাইম, টরন্টো প্রভৃতি চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত। জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ভারতীয় প্যানোরামায় বহুবার নির্বাচকমণ্ডলীর সদস্য ও চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন।
ছাত্রাবস্থা থেকেই কবিতা লেখেন। কিন্তু ছাপার ব্যাপারে কোনোদিনই উদ্যোগ ছিল না। এই প্রবীণ বয়সে স্ত্রী সুমিতা মিত্রর উদ্যোগে তাঁর প্রথম এবং সম্ভবত শেষ কবিতার বই। সৃষ্টিসুখ থেকে সেই গ্রন্থের পরিবর্তিত ও পরিমার্জিত সংস্করণ প্রকাশিত হল।
Reviews
There are no reviews yet