অবশেষে অলক সান্যাল রচনা সংগ্রহের দ্বিতীয় খণ্ড প্রকাশিত হল। প্রথম খণ্ড প্রকাশিত হওয়ার এক বছরের মাথায়। এই এক বছর দরকার ছিল। বহু ছোটো ও বড়োগল্প ছড়িয়ে ছিটিয়ে ছিল নানা জায়গায়। সেটা বাদেও, আমরা জানতে আগ্রহী ছিলাম যে সত্যিই অলক সান্যাল বিষয়ে পাঠকের আগ্রহ এখনও আছে কিনা। সময় নির্মম বিচারক। বহু শক্তিশালী কবি ও লেখককে ভুলিয়ে দিয়েছে। অলক সান্যালের গন্তব্যও কি পাঠকের ঔদাসীন্যে? এটা খতিয়ে দেখার জন্য এক বছর যথেষ্ট সময় ছিল। আমরা দেখলাম, পাঠক বেঁচে আছেন। এবং বাঁচিয়ে রেখেছেন অলক সান্যালকে।
এই খণ্ডে একটা উপন্যাস ‘হাটবিবি’ (যা লেখকের হস্তাক্ষর পাণ্ডুলিপি অনুযায়ী সামান্য অসম্পূর্ণ) এবং ছোটোগল্প সংকলন ‘নদীর কাছাকাছি’ রাখা হল। আর থাকল কয়েকটা অগ্রন্থিত ছোটোগল্প।
Reviews
There are no reviews yet