মন থেকে মনে প্রবেশের পথ বোধহয় শব্দ; কখনও উচ্চারিত, কখনও নীরব। নীরবতার কান্না সকলের জন্য না-ই হতে পারে, কিন্তু বুকচাপা কান্না সকলেরই। মনের প্রতিটি পরতে পরতে ভাবনা, স্মৃতি, সুখ, বেদনা, প্রাপ্তি-অপ্রাপ্তির রং-বেরঙের প্রলেপ। এই মন আসলে পরিযায়ী। আর পরিযায়ী মনের একটুকরো যাপন তোলা থাক শব্দের ভাঁজে ও তুলির টানে।
Reviews
There are no reviews yet